সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SSvdo | | Editor: Sudipta Samanta ০৫ মার্চ ২০২৫ ১৯ : ৫৬Sudipta Samata
সেইসব মানুষ, যাঁরা নিজেদের প্রতিভার মাধ্য়মে বাংলাকে শুধু ভারতে নয়, বিশ্ব দরবারে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বাংলা থেকে শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও বাণিজ্য জগতের যে উজ্জ্বল নক্ষত্ররা জাতীয় স্তরে ভূষিত হয়েছেন এবার সেই কৃতীদের বিশেষ সম্মান জানানোর পালা। সেই উদ্যোগই নিল 'অ্যাঞ্জেলস ক্রিয়েশন'-এর কর্ণধার সঙ্গীতা সিনহা। তারকাখচিত বাসন্তী সন্ধ্যায় 'বাংলার জাতীয় গর্ব' দের এক মঞ্চে নিয়ে এল এই সংস্থা। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, মমতা শঙ্কর, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, জিৎ গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, চুর্ণী গাঙ্গুলি, দীপঙ্কর দে, যশ-নুসরাত সহ বহু তারকা।